
বাসাইলসংবাদ: শনিবার, ১২ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে মাদক ও জঙ্গী বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসাইল থানার আয়োজনে শনিবার (১২ মে) বিকেলে থানা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। বাসাইল-সখীপুরের সার্কেল এএসপি আশরাফুল ইসলাম পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, পুলিশ নিজের জীবন দিয়ে হলেও দেশকে জঙ্গিবাদমুক্ত করতে প্রস্তুত রয়েছেন। দেশ স্বাধীন না হলে আমি আজকে টাঙ্গাইলের পুলিশ সুপার হতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের সকল উপজেলার মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। তালিকা দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান। বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।
সমাবেশে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্য, পেশাজীবি সংগঠনসহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।
বাসাইলসংবাদ/একে