
বাসাইলসংবাদ: সোমবার, ০৯ জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে নারী ও শিশু উন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুরী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন।
দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, নিকাহ রেজিষ্টার, ইউপি সদস্যসহ বাসাইল সদর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে নারী ও শিশু উন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন।
বাসাইল উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় এ প্রশিক্ষণ বাস্তবায়ন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ।
বাসাইলসংবাদ/একে