
বাসাইলসংবাদ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বালিনা খোরশেদ ফজিলাতুন দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু। অন্যান্যের মধ্যে ছিলেন বাসাইল পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোস্তফা খান রাজিব, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফজিলাতুননেছা, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি হারুন অর-রশিদ খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সোলায়মান খান।
বাসাইলসংবাদ/একে