
বাসাইল সংবাদ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে শনিবার দিন ব্যাপী বর্ণীল আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের প্রতি শহীদ মিনার স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা বাড়ার সাথে সাথে সাধারণ জনতার পদচারনায় অনুষ্ঠানের কেন্দ্রস্থল শহীদ মিনার চত্তর রূপ নেয় লাল সবুজের বিজয় উল্লাসে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট-গার্লস গাইড ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সালাম গ্রহণ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান।
উপজেলা কেন্দ্রীয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ও বাসাইল থানার ওসি নুরুল ইসলাম খান। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা স্বাধীনতা ভিত্তিক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বাসাইল পৌর সভার মেয়র মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলামসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন