
বাসাইল সংবাদ: রোববার, ২২ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর)এর প্রয়াত এমপি শওকত মোমেন শাহজাহানের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ২০ জানুয়ারি বাসাইল উপজেলা আওয়ামীলীগ ও শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) এর প্রয়াত সাংসদ কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একে আজাদ খানশুর, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান খান আপেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাদিদুর রহমান রোনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খান বিদ্যুৎ, আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম সংগ্রাম প্রমুখ।
এদিকে বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের উদ্যোগে গত ২১ জানুয়ারি শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, আওয়ামীলীগ নেতা শফিউল আরিফিন খানশুর সুজন, আক্তারুজ্জামান রিপন প্রমুখ।
বাসাইল সংবাদ/একে