
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে সোনালী (৫) ও সিরুমী (৭) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) রাত ৮টার দিকে তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত শিশু সোনালী ওই এলাকার মনির খানের মেয়ে ও একই এলাকার পাশের বাড়ির বুলু জমাদারের মেয়ে সিরুমী ।
জানা যায়, সোনালী ও সিরুমী বিকেলে সকলের অগোচরে পাশ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায় ওই নদী থেকে সন্ধার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক ডা. সৌবিক আলম তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি।
বাসাইলসংবাদ/একে