নিজস্ব প্রতিবেদক : ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্ল্যাহ, দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর-ই- লায়লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক।
প্রসঙ্গত, বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে পক্ষে হাবলা টেংগুরিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিজয়ী হিসেবে বিচারকগণ বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম ঘোষণা করেন। শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ২৩ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন