
বাসাইলসংবাদ: বুধবার, ৯ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ডিজিটাল শিক্ষা রূপান্তর শীর্ষক সেমিনার ও ডিজিটাল ক্যাম্পাসের উদ্ধোধন করা হয়েছে। বুধবার (৯ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাছান, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি হানিফ উদ্দিন প্রমুখ। সেমিনারে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
সেমিনারে শিক্ষার মানোন্নয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজ, টি.জে.এফ উচ্চ বিদ্যালয়, সিংগার ডাক আদর্শ উচ্চ বিদ্যালয় ও নাইকানীবাড়ী আলহাজ হায়দার হামিদ মডেল স্কুলসহ বাসাইল-সখীপুরের ১৫টি বিদ্যালয়কে ডিজিটাল ক্যাম্পাস ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ/একে