নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ট্যাফে ট্রাক্টরের ধাক্কায় বাপ্পি (২২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাপ্পি উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা গ্রামের লিটন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাপ্পি বাসাইলের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে মাটিবহনের কাজে ব্যবহৃত একটি ট্যাফে ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার চালক বাপ্পি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসাইলসংবাদ, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন