
বাসাইল সংবাদ : রোববার, ৩০ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় উপজেলা কৃষি ও সেচ বিষয়ক স্থায়ী কমিটির আওতায় বসতবাড়িতে ও বানিজ্যিকভাবে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব বিষমুক্ত সবজি আবাদের উপর চার ধাপে চারদিন ব্যাপি কৃষক-কৃষণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
বাসাইল উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিস ২৪, ২৫, ৩০ ও ৩১ জুলাই চার ধাপে ১২০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রতিটি ধাপে প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ প্রদান করেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু আদনান, বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক, মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ সুরাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসেলিটেটর (ইউডিএফ) মোঃ রফিকুল ইসলাম। চারটি ধাপে আয়োজিত প্রশিক্ষণ আগামীকাল সোমবার (৩১ জুলাই) শেষ হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন