
বাসাইল সংবাদ: রোববার, ২১ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
চাকরি জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলের বাসাইলে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ( বিসিএইচসিপি) তিন দিনব্যাপী কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা এ কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আসাদ মাহমুদ প্রমুখ। এর পরেও আরো কঠোর কর্মসূচি রয়েছে বলে বক্তারা জানান।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি)পর্যন্ত চলবে এ কর্মসূচি।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন