
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা (এসএসসি, দাখিল ও ভোকেশনাল) আজ ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হয়েছে। সারাদেশের ন্যার টাঙ্গাইলের বাসাইলেও শান্তিপূর্ণভাবে প্রথম দিনে বাংলা প্রথমপত্র অনুষ্ঠিত হয়।
উপজেলার ৪টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৪শ ২১, ১১টি মাদ্রাসার ২শ ৭৫জন ও কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় ৭৭জনসহ মোট ১ হাজার ৭শ ৭৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। এর মধ্যে ৮ জন ছাত্রী ও ৬জন ছাত্রসহ ১৪ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ১০জনই মাদ্রাসার শিক্ষার্থী। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে উপজেলার দু’টি স্কুল জশিহাটী উচ্চ বিদ্যালয় ও আইসড়া উচ্চ বিদ্যালয়ের ১শ ১৭জন পরীক্ষার্থী পার্শ¦বর্তী কালিহাতী উপজেলার শহীদ সাহেদ হাজারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত পরীক্ষায় অংশগ্রহন করছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান সার্বক্ষনিক পরীক্ষা কেন্দ্র তদারকি করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন