
বাসাইল সংবাদ : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে উয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে মা, নবজাতক এবং শিশুর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জবাবদিহিতা শক্তিশালীকরন এবং সেবাগ্রহিতার অধিকার নিশ্চিতকরনে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেফালী খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মজিবর রহমান, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন পারভীন প্রমুখ। উয়েভ ফাউন্ডেশন পরিচালিত ২২ মাসের এই প্রকল্পে গর্ভবতী মা, নবজাতক এবং শিশুদের স্বাস্থ্য সেবার সকল প্রকার সহায়তার অধিকার নিশ্চিত করবে ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন