
বাসাইল সংবাদ : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ফুলকী ইউনিয়নের ফুলকী পশ্চিমপাড়ায় দেড় শতাধিক পরিরারের মাঝে উপজেলা পরিষদ তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ আখতার হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুলসহ অন্যরা।
আগামীকাল মঙ্গলবার কাশিল ও কাঞ্চনপুর ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানা যায়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন