
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ১১ জানুয়ারি থেকে শুরু হবে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত উন্নয়ন মেলার সমাপনী দিনে ১৩ জানুয়ারি বিকেল ৩টায় সঙ্গীত পরিবেশন করবেন ‘ম্যাজিক বাউলিয়ানা’ দিতি সরকার। এছাড়াও শিল্পী লোকমান উদাসও সঙ্গীত পরিবেশন করবেন। ওইদিন ১৩ জানুয়ারি অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়।
জানা যায়, ১১ জানুয়ারি উন্নয়ন মেলার উদ্বোধন করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। এদিন বিকেলে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন