নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা কাজী অলিদ ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সম্পাদক এনায়েত করিম বিজয়সহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বিস্তার আলোচনা করা হয়। এসব প্রতিরোধে প্রদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
বাসাইলসংবাদ, ১৬ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন