নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সাথে বাসাইল উপজেলার জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নূরী তাসমিন উর্মি,বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সম্পাদক এনায়েত করিম বিজয়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৬ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন