
বাসাইল সংবাদ: রোববার, ২৪ডিসেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে বাসাইলের নথখোলা আদর্শ গ্রামের মুক্তিযোদ্ধাদের আয়োজনে বিজয় উৎসব উদযাপিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর উপজেলার নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রতিষ্ঠাতা শহীদ মুক্তিযোদ্ধা যাদুঘর, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের পৃষ্ট পোষক আনোয়ারউল আলম শহিদ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক।
নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলাজুর রহমান, কাশিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান শিকদার, সাধারণ সম্পাদক নাছির খান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, হাজী চাঁন মাহমুদ, সুলতান বেগ, হারুন অর রশিদ প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন