
বাসাইল সংবাদ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষকলীগের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিয় সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক উজ্জল মোল্লা উপজেলা কৃষকলীগের সভাপতি প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেন। তৃণমূলের নেতাকর্মীরা উজ্জল মোল্লাকে সভাপতি প্রার্থী হিসেবে সমর্থন করেন।
বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) বিকেলে কাশিল ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত মতবিনিময় সভায় কাশিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা একেএম আসাদুল হক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নবু, ছাত্তার জমাদার, কাশিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা খান বাহাদুর, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম, লাল মাহমুদ, কাশিল ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির আহমেদ পিন্টু, কাশিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নাছির খান, সিএনজি শ্রমিক ইউনিয়নের কাশিল বটতলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন খান, ক্রীড়া সম্পাদক মো. মিলন সিকদার প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন