
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে ফকির চাঁন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেমবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের উত্তরপাড়ার বাবলু শিকদারের একমাত্র সন্তান।
শিশুর পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় এক ঘন্টা ধরে শিশুটিকে বাড়ি না পেয়ে খোঁজাখুজি শুরু করে তার পরিবারের লোকজন। শিশুটির খোঁজে স্থানীয় মসজিদে মাইকিংও করা হয়। এসময় প্রতিবেশিরা জানায় স্থানীয় শিশুদের সাথে পাশ্ববর্তী বিলে শিশুটি গোসল করতে গিয়েছিল। পরিবার ও স্থানীয় লোকজন বিলের পানিতে খোঁজাখুজির একপর্যায়ে তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
স্থানীয় ইউপি সদস্য কামরুল শিকদার শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন