
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বলিউড সুপারস্টার সালমান খানের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’ ভারতে মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ১৭ জুলাই। দেশের ৪২০০টি এবং বিদেশের ৭০০টিরও বেশি হলে প্রদর্শিত হয়েছিল ৯০ কোটি বাজেটের সে ছবিটি। এই খরচের বিপরীতে ভারতসহ অন্যান্য দেশ মিলিয়ে ৬৩০ কোটিরও বেশি টাকা ঘরে তোলেন পরিচালক কবির খান। আয়ের হিসাবই বলে দিচ্ছে, কী পরিমাণ হিট হয়েছিল ভাইজানের ক্যারিয়ারের অন্যতম এ ছবিটি।
পাকিস্তানি বোবা শিশু শাহিদার মা-বাবার সঙ্গে ভারতে ডাক্তার দেখাতে আসার পথে ট্রেন থেকে হারিয়ে যাওয়া এবং পরবর্তীতে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর গল্প নিয়ে কবির খান নির্মাণ করেছিলেন তার ‘বজরঙ্গি ভাইজান’। এসবই পুরনো খবর। নতুন খবর হচ্ছে, ভারতে মুক্তির দুই বছরেরও বেশি সময় পর এবার চীনে মুক্তি পাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’। তাও আবার একসঙ্গে আট হাজার সিনেমা হলে।
আগামী ২ মার্চ, চীনা ল্যান্টার্ন ফেস্টিভ্যাল উপলক্ষে সেখানে মুক্তি পাবে ‘বজরঙ্গি ভাইজান’। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো সালমান খান অভিনীত কোনো ছবি চীনে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির পরিবেশনা সংস্থার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
ভারতীয় সিনেমার গুরুত্বপূর্ণ বাজার ও বক্স অফিস আয়ের উৎস হিসেবে উঠে এসেছে চীন। ভারত-চীন যৌথ প্রযোজনার কাজও এগিয়ে চলছে। এর মধ্যেই, ভারতের অন্যতম জনপ্রিয় সুপারস্টারের ছবি সেখানে মুক্তি পেতে চলেছে। সীমান্তপার সৌহার্দ্য ও বন্ধুত্বের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি চীনেও জনপ্রিয় হবে বলে মনে করছেন পরিবেশক সংস্থার এক মূখপাত্র।
‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর ও নওয়াজুদ্দীন সিদ্দিকী। পাকিস্তানি বোবা শিশু শাহিদার চরিত্রে অভিনয় করেছেন হারশালি মালহোত্রা।
এর আগে চীনে মুক্তি পায় আমির খানের সুপারহিট ছবি ‘দঙ্গল’। ভারতের মতো চীনেও দারুণ ব্যবসা করে ভারতের এক নারী কুস্তিগীরের জীবনী নিয়ে নির্মিত ছবিটি। চীনে এখন চলছে আমির খানেরই আরেকটি ছবি ‘সিক্রেট সুপারস্টার’। ভারতে এই ছবিটি তেমন ব্যবসা ও নাম করতে না পারলেও চীনে চলছে রমরমিয়ে। মুক্তির দুদিনেই সেদেশের বাজার থেকে ১১০ কোটিরও বেশি টাকা পকেটে পুরেছে পরিবেশক সংস্থা। এবার সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ চীনে কেমন ব্যবসা করে সেটা দেখার জন্যই অপেক্ষা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন