নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের আয়োজনে সন্ত্রাস-জঙ্গিবাদ বাল্যবিবাহ, গুজব, মাদক ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ শিশু একাডেমী টাঙ্গাইল কার্যালয়ের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর মনির হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
বাসাইলসংবাদ/ ২২ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন