
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে উপস্থিত নেতা কর্মীদের সাথে যোগ দেন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের পছন্দের ভোট আপনারা দেবেন। আমি কোনো প্রকার গণ্ডগোল চাই না। সহনশীলতা আপনাদের দেখাতে হবে। নির্বাচনে শান্তিপূর্ণ ভোট দিতে পরিবেশটা আমাদের নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে এই নির্বাচনটা দেশের জন্য একান্তভাবে জরুরি। কারণ, এই বাংলাদেশ নিয়ে অনেকরকম খেলা অনেকে খেলতে চায়।
শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, জয় বাংলার স্লোগান যারা নিষিদ্ধ করে; ৭ মার্চে ভাষণ যারা নিষিদ্ধ করে দেয়, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধ্বংস করে, তারা দেশটাকে ধ্বংস করবে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। শান্তিপূর্ণভাবে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবেন। তাদের ইচ্ছামতো ভোট দেবেন। এখানে কেউ কাউকে বাধা দিতে পারবেন না। কোনো প্রকার সংঘাত আমি চাই না। আমি চাই, যে সত্যিকারভাবে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
তিনি বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমাদের লক্ষ্য ছিল, আমরা বাংলাদেশকে উন্নত করবো। বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে দেব। আমরা সেই বিষয়ে যথেষ্ট অগ্রগতি লাভ করেছি। বাংলাদেশের মানুষকে এই দুর্বৃত্ত পরায়নতার বিরুদ্ধে জবাব দিতে হবে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এর জবাব দেবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন।’
টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইল-৩ আসনের নৌকার প্রার্থী ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ আসনের নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৫ আসনের নৌকার প্রার্থী মামুন অর রশিদ, টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটু , টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৮ আসনের নৌকার প্রার্থী অনুপম শাহজাহান জয়সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। টাঙ্গাইলের নির্বাচনী জনসভা জনস্রোতে রূপ নেয়।
প্রসঙ্গত, টাঙ্গাইল ছাড়াও গাইবান্ধা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রামে (সন্দ্বীপ) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়।
বাসাইলসংবাদ, ০৩ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন