বাসাইল সংবাদ: রোববার. ৯ অক্টোবর. ২০১৬:

বাসাইল সংবাদ ডেস্ক: টাঙ্গাইলে দূর্গাপূজার সার্বিক নিরাপত্তার ব্যবস্থার খোঁজ-খবর নেয়ার জন্য বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মাফফুজুল হক নুরুজ্জামান গতকাল শনিবার রাতে জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যারা এখনও বাংলাদেশকে পাকিস্থান বানানোর স্বপ্ন দেখে তারা পূজা মন্ডপে হামলার পরিকল্পনা করতেই পারে। তবে সারাদেশের পূজা মন্ডপগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তা ভেদ করে কোন অঘটন ঘটানোর সুযোগ নেই।
এসময় টাঙ্গাইলের এসপি মাহবুব আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাস সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাসাইল সংবাদ/একে