
বাসাইল সংবাদ: রোববার, ১৪ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের বাসাইলে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি ঘটেছে। শনিবার (১৩ জানুয়ারি) আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মেলা শেষ হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘ম্যাজিক বাউলিয়ানা’র শিল্পী দিতি সরকার ও লোকমান উদাস গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, এমপি অনুপম শাহজাহান জয়ের সহধর্মিনী তামান্না মহসিন মৌ, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর মেয়র মজিবর রহমান,

গান পরিবেশন করছেন ‘ম্যাজিক বাউলিয়ানা’র শিল্পী দিতি সরকার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদ।

গান পরিবেশন করছেন লোকমান উদাস ।
উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের ৩৬টি স্টল অংশ নিয়েছিল। এদের মধ্যে উপজেলা কৃষি অফিস প্রথম, উপজেলা সমাজসেবা অফিস ২য় ও উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ৩য় স্থান অধিকার করে। পরে তাদেরকে পুরস্কৃত করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন