
বাসাইল সংবাদ : সোমবার, ৩১ জুলাই, ২০১৭:

ঘাটাইল : বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন। সোমাবার (৩১ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘাটাইল থানা প্রাঙ্গণে তিনি এই স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি শহীদুল ইসলাম, এডিশনাল ডিআইজি মাহবুবুর রহমান, র্যাবের উর্ধ্বতন কর্মকর্তা, টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, এডিশনাল এসপি(অপরাধ), ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক জনপ্রতিনিধি প্রমুখ। ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, উত্তর টাঙ্গাইল ঘাটাইল অঞ্চলটি মুক্তিযুদ্ধের সুতিকাগার। তার উপর ভিত্তি করেই এ স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন