
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- ভ‚ঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল এলাকার হীরামন বেগত (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি এলাকার সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)। তারা দুইজনেই অটোরিকশার যাত্রী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। এসময় ঘাটাইল থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। এসময় বাসটি অটোরিকশাকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে মুখোমুখে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি অটোরিকশার উপর উল্টে পড়ে। এতে অটোরিকশার সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাসাইলসংবাদ, ২৬ ডিসেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন