
বাসাইল সংবাদ: সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বাংলা ছোটগল্পের ‘জাদুকর’ হিসেবে খ্যাত কথাশিল্পী রাশেদ রহমানের ৫০তম জন্মবার্ষিকী ছিল গতকাল ৫ নভেম্বর (রোববার)। অর্ধশতক পূর্ণ করে পা দিলেন ৫১ বছরে। ১৯৬৭ সালের এই দিনে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরের এক সাধারণ কৃষকপরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জহির উদ্দিন মন্ডল, মায়ের নাম জয়নব বেগম।
স্কুলজীবন থেকেই রাশেদ রহমানের লেখালেখি শুরু। কবিতা, ছোটগল্প ও উপন্যাস লিখলেও মূলত তিনি স্বতন্ত্রধারার গল্পকার হিসেবে সুপরিচিত ও খ্যাতিমান। দেশের নামী বিভিন্ন সাহিত্যপত্রিকায় নিয়মিত তার ছোটগল্প ছাপা হয়।
বাংলা ছোটগল্প এখন আর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছোটপ্রাণ ছোট ব্যথা/ছোট ছোট দুঃখ কথা’র মধ্যে সীমাবদ্ধ নেই। গল্পের ভাষা-প্রকরণ-অনুষঙ্গ; গল্পবয়নÑ সবকিছুতেই ঘটছে পরিবর্তন। তারপরও রবীন্দ্রনাথই কথাশিল্পীদের আশ্রয়। আর রবীন্দ্রনাথকে ‘আশ্রয়’ করে যাঁরা এখন ‘নতুন’ গল্প লিখছেন- রাশেদ রহমান তাঁদের মধ্যে অন্যতম। তাঁর গল্পভাষা; গল্পবয়ন; পুরনো-প্রাচীন মাটির গন্ধযুক্ত গল্পÑ সবই নতুন! রাশেদ রহমানের গল্প, গল্পের চরিত্র উঠে আসে আমাদের চেনা-পরিচিত নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর, ক্ষেত-খোলা, বন-জঙ্গল, পালবাড়ি-বেহারাবাড়ি কিংবা কোনো পোড়োবাড়ি থেকে। তাঁর কোনো গল্পÑযদি সেখানে গল্পকারের নাম নাও থাকে; পড়েÑ পাঠক ধরে ফেলেন; এই গল্পের সৃজক রাশেদ রহমান।
রাশেদ রহমানের প্রকাশিত গল্পগ্রন্থসমূহ- আগুনঘেরা নদী (১৯৯৭, শিল্পতরু), সুন্দর পাপ ও বিলাসভূমি (২০০০, দিব্যপ্রকাশ), একদিন শুকনো নদীতে (২০০৩, পলল প্রকাশনী), অন্ধকারে বৃষ্টির গান (২০০৫, পলল প্রকাশনী), ঈশ্বরের চোখে জল (২০০৭, পলল প্রকাশনী), জাদুর আয়না (২০০৯, গতিধারা), দেশে আর্মি নামলে যে গল্পের জন্ম হয় (২০১১, গতিধারা), তৌরাতের সাপ (২০১২, গতিধারা), শত্রু কিংবা শত্রুসম্পত্তি (২০১৪, শুদ্ধস্বর) ও গণিকাপ্রণাম (২০১৫, শুদ্ধস্বর)। আগামী একুশে বই মেলায় প্রকাশিত হবে তার গল্পগ্রন্থÑ আধেক মানুষ (কথাপ্রকাশ) ও বিষলক্ষার ছুরি (বেহুলা বাংলা)। রাশেদ রহমানের প্রকাশিত কাব্যগ্রন্থÑ কুমারী নদীর কবিতা (২০০৮, পলল প্রকাশনী), দ্রৌপদীর শাড়ির আগুন (২০১০, গতিধারা) ও ঈশ্বরের খাদ্য ও জননীর কবিতা (২০১৩, গতিধারা); প্রকাশিত উপন্যাস- স্বপ্ন কিংবা স্বপ্নের ছায়া (২০০৬, পলল প্রকাশনী) ও শহীদ সতীশচন্দ্র দাস সড়ক (২০১৭, বেহুলা বাংলা)। রাশেদ রহমান সাহিত্যের ছোট কাগজ ‘উতঙ্ক’ সম্পাদনা করেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন