
বাসাইল সংবাদ : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাফোর্ট(এসএসটিএস) বাংলাদেশ অফিসের উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে জোবেদা রোবেয়া মহিলা কলেজের মাঠে বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।
এতে সভাপতিত্ব করেন এস এস টি বাংলাদেশ অফিসের প্রকল্প কর্মকর্তা আশিকুর রহমান পলাশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একে আজাদ খানশুর, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সম্পাদক এমকে ভুইয়া সোহেল, বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয় প্রমুখ।
উপজেলার ৩৫০টি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী হিসেবে দশ কেজি চাউল, এক কেজি মশুরের ডাল, এক লিটার সয়াবিন তৈল, এক কেজি চিড়া, এক কেজি লবণ ও ২০টির এক বক্স খাবার স্যালাইনের প্যাকেট বিতরণ করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন