
বাসাইল সংবাদ : বৃহস্পতিবার, ০৮ জুন, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করে ইতিমধ্যে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এর সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মনে জায়গা করে নিয়েছে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ । ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সৌজন্যে কেন্দ্রীয় নেতাকর্মীসহ বাসাইল-সখীপুরের নেতাকর্মীদের অংশগ্রহণে গত মঙ্গলবার ( ৬ জুন )সন্ধ্যায় সখীপুরের বেতুয়া হাইস্কুল মাঠে এক বিশাল গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিউটিশন, বাংলাদেশ এর বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতাকর্মীসহ সখীপুর ও বাসাইল উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, মহিলা আবাসিক অনার্স কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান তালুকদার,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউসিসিএ চেয়ারাম্যান সুলতান শরীফ পান্না, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ সরকার, সম্পাদক সজীব আহমেদ প্রমুখ ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন