
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের সেরা কয়েকজন সুন্দরীকে টপকে দ্বিতীয় সেরা সুন্দরীর শিরোপা পেলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়া। তালিকায় তার পিছনে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, এমা ওয়াটসন, ব্লেক লাইভলি, মিশেল ওবামার মতো ব্যক্তিরা।
লস অ্যাঞ্জেলসের একটি ফটো জার্নাল এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বাজনেট যৌথভাবে এবিষয়ে একটি ভোটাভুটি চালিয়েছিল। সেখানে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর শিরোপা পেয়েছেন পপ ডিভা বেওয়েন্স। তারপরই রয়েছেন আমাদের প্রিয়ঙ্কা।
টুইটারে তার এই জয়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন