
বাসাইলসংবাদ: সোমবার, ৭ মে, ২০১৮:

এনায়েত করিম বিজয় :
এবার এসএসসির সমমান (দাখিল) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩ দশমিক ৪৫ পেয়েছে ‘ভাসকুলার ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত তমা আক্তার। চিকিৎসাধীন অবস্থায় তমা আক্তার টাঙ্গাইলের একটি স্থানীয় মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেয়। বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন। তমা টাঙ্গাইলের বাসাইল উপজেলার জশীহাটি গ্রামের হত-দরিদ্র কৃষক আতাহার আলী ও শারমিন বেগম দম্পতির মেয়ে।
তমার ইচ্ছা- উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকুরী করে নিরীহ পরিবারের হাল ধরবে। এমন স্বপ্ন নিয়েই সে শত কষ্টের মাঝেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে।
তমার বাবা আতাহার আলী ও মা শারমিন বেগম বলেন, অনেকের আর্থিক সহযোগিতায় তমাকে চিকিৎসা করানো হচ্ছে। এখন টিউমার অনেকটাই কমে গেছে। তারা তমার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, মুখের বাম পাশে টিউমার আকৃতির মাংসপি- নিয়ে ১৯৯৭ সালে জন্ম নেয় তমা আক্তার। জন্মের পর স্বাভাবিক গতিতেই বেড়ে উঠে তমা, সাথে সাথে টিউমার আকৃতির মাংসপি-টিও বড় হতে থাকে। ফলে স্বাভাবিক জীবনের ছন্দ হারিয়ে ফেলে তমা। পরে অনেকের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তমা আক্তার মুখের বাম পাশে বিশাল আকৃতির মাংসপি- নিয়ে ২০১৭ সালের ২৪ এপ্রিল বিএসএমএমইউর প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. ইকবাল মাহমুদ চৌধুরীর অধীনে ভর্তি হন। সেখানে চতুর্থ দফায় অস্ত্রোপচার করা হয়েছে। এখনো চিকিৎসা চলছে।
টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের নির্দেশনায় বাসাইল উপজেলার সাবেক নির্বাহী অফিসার সায়মা আক্তার তমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক দেখানোর ব্যবস্থা করে দেন।
বাসাইলসংবাদ/একে