নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : ‘কন্যাসন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌছে যাবে সাথে সাথে’ এমন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছে ভাসানী পরিষদ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কাগমারী পুলিশ ফাঁড়িতে এ শুভেচ্ছা প্রদান করে ভাসানী পরিষদের নেতাকমীবৃন্দ।
‘কন্যাশিশু মহান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার” এ ধারণাকে প্রতিষ্ঠিত করতে মোশারফ হোসেন কন্যাসন্তানের জন্ম দেওয়া বাবা-মাকে নিজ খরচে পুরস্কার তুলে দিচ্ছেন। তার অফিস কক্ষে এ সংক্রান্ত ফেস্টুনও ঝুলিয়েছেন তিনি। মোশারফ হোসেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ৫ জানুয়ারি রাতে স্ট্যাটাস দিয়ে উপহার প্রদানের ঘোষণা দেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ‘কন্যাসন্তান আল্লাহ তা’আলার শ্রেষ্ঠ পুরস্কার’, ‘নবজাতকের আগমনে মা আপনাকে শুভেচ্ছা” লেখা স্মারক, বেবি ডায়াপার ও লোশন। বিষয়টি নিয়ে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
এসময় ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মফিজুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাভাবিপ্রবি ভাসানী পরিষদের সভাপতি মুহাম্মদ ইপিয়ার হোসেন, কার্যকরী সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান খান কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ, সাবেক সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ, সাবেক সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানীসহ অন্যান্য নেতা-কমীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৭ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন