
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬:

বাসাইল সংবাদ ডেস্ক: সরকারবিরোধী আন্দোলনে বিএনপির ব্যর্থতার পর আপাতদৃষ্টিতে সরকার শক্তিশালী অবস্থানে থাকলেও তারা হঠাৎ পড়ে যেতে পারে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহর স্মরণে এক শোকসভায় গয়েশ্বর এই মন্তব্য করেন। বলেন, তিনি বলেন, ‘সরকারের কোন মৌলিক মৌলিক ভিত্তি নেই। গুম, খুন করে সরকার যে রাজত্ব কায়েম করেছে, আমার মনে হয় সরকার কখন যেন হঠাৎ করে পড়ে যায়।’
বর্তমান সরকার ১/১১ ষড়যন্ত্রের ফসল এমন দাবি করে গয়েশ্বর বলেন, ‘এক এগারোতে মঈন উদ্দীন, ফখরুদ্দিন যে ষড়যন্ত্র করেছিল সেটা বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার। তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।’
বিএনপি নেতা বলেন,’ এক এগারো আমাদের নেত্রী খালেদা জিয়ার অভিজ্ঞতা সঞ্চয়ের সময় ছিল। এক এগারো না আসলে তিনি (খালেদা) কখনও বুঝতে পারতেন না রাজনীতিতে কে তার আসল বন্ধু কে নকল। তবে আজও আমার প্রশ্ন জাগে আমাদের নেত্রী কি আসল নকল চিনতে পেরেছেন?’
আন্দোলনে নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তার সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘যারা কিছু পাওয়ার আশায় আন্দোলন করে তাদের দ্বারা কখনও আন্দোলন সম্ভব নয়।’
হান্নান শাহকে নিয়ে স্মৃতিচারণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন,’ বিএনপির পক্ষে ঝুঁকি নিয়ে প্রতিপক্ষকে আক্রমনাত্মক কথা বলতে কখনও কার্পণ্য করেননি হান্নান শাহ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিএনপির জন্য কাজ করেছেন।’
শোক সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খাঁন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সংবাদটি শেয়ার করুন।