
বাসাইল সংবাদ : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭:

এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর :
টাঙ্গাইলের সখীপুরে মায়ের লোহার শাবলের আঘাতে মাদকাসক্ত ছেলে জুয়েল রানা (২৪) গুরুতর আহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারী রোডের মাস্টার ভিলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলে জুয়েল রানাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীরা জানায়, সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে জুয়েল রানা দীর্ঘদিন ধরেই নেশা করে আসছে। নেশার টাকার জন্য সে এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপকর্ম করে বেড়াতো। নেশার টাকা না পেয়ে মাকেও মেরেছে বহুবার। অতিষ্ঠ হয়ে বছর খানেক আগে মা জামিরণ নেছা পুলিশের হাতে তুলে দিয়েছিল জুয়েলকে।
তিন মাস জেল খেটে বেরিয়ে আসে জুয়েল। শুরু হয় জুয়েলের ভয়ানক তান্ডব।
বুধবার সকালে ঘুম থেকে ওঠেই টাকার দাবিতে জুয়েল মায়ের প্রতি চড়াও হয়। নিজেকে বাঁচাতে ঘরে থাকা লোহার শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জুয়েলের মা জামিরণ নেছা বলেন, অনেক চেষ্টা করেও মরণনেশা থেকে আমার ছেলেকে ফেরাতে পারিনি। কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, কোন মায়ের সন্তান যেনো এমন নেশাখোর না হয়। এমন করুন দৃশ্য যেন আর কাউকে দেখতে না হয়। ওর জন্যই আজ আমি নিশ্ব হয়ে পড়েছি ।
স্থানীয় কাউন্সিলর দেলোয়ার শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দু:খজনক। সখীপুরে দিন দিন নেশাগ্রস্তদের সংখ্যা বেড়েই চলেছে। অচিরেই প্রতিহত করতে না পারলে সখীপুরে এরকম অনেক ভয়ানক ঘটনাই ঘটবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন