
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল কদ্দুস (৬৫) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা গ্রামের ওষুধ ব্যবসায়ী ও পল্লী চিকৎসক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে সখীপুর যাওয়ার পথে ঢাকা-সখীপুুর-সাগরদীঘি সড়কের কচুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের ধাক্কায় পল্লী চিকিৎসক আবদুল কদ্দুস গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
বাসাইলসংবাদ/একে