নিজেস্ব প্রতিবেদক, সখীপুর : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের সখীপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলীর নেতৃত্বে সখীপুর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা হারুন মাহমুদ কিশোর, পৌর কৃষক দলের সভাপতি আয়নাল শিকদার, পৌর যুবদল নেতা এস.এম. শরীফ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সহ-সভাপতি এস.এম মিনহাজ। এ অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার কৃষকদল, যুবদল, ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৫ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন