
বাসাইল সংবাদ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে দুইদিন ব্যাপি নলুয়া সান একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার সকালে সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী জাতীয় সঙ্গীত ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাসিন ফাউন্ডিশনের চেয়ারম্যান ব্যবসায়ী সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা রজব আলী মেলেটারীর সভাপতিত্বে এ সময় নিউজ টাঙ্গাইলের সম্পাদক, নবসৃষ্টি এনজিওর চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, বিএনপি নেতা বিএম বজলুর রহমান ভূইয়া, স্কুল প্রতিষ্ঠাতা হুমায়ন কবির, সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা, পরিচালক মো. আনিসুল হক, ব্যবসায়ী সাজাহান সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন