
বাসাইলসংবাদ: শনিবার, ৫ মে, ২০১৮:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে আব্দুল করিম মিয়া নামের এক ভেজাল ওষুধ ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল করিম উপজেলার বহেড়াতৈল গ্রামের জোয়াদ আলীর ছেলে।
জানা যায়, আব্দুল করিম দীর্ঘ দিন ধরে ভেজাল ওষুধ সরবরাহ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উপজেলার গড়বাড়ি গ্রামে ওই সব ভেজাল ওষুধ নিয়ে আসলে আগে থেকে ফাঁদ পেতে থাকা ড্রাগ এ্যান্ড কেমিস্ট সখীপুর শাখা সমিতি এবং এলাকাবাসী ওই ব্যবসায়ীকে ভেজাল ওষুধসহ আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ ওই রাতেই মোবাইল কোর্টে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দণ্ড দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, ভেজাল ওষুধ বিক্রি করার দায়ে ব্যবসায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাসাইলসংবাদ/একে