
বাসাইলসংবাদ: বুধবার, ২১ মার্চ, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে শাহীন স্কুলের ৩৫ ছাত্রীকে বেত্রাঘাতের ঘটনায় এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২১ মার্চ) দুপুরে স্কুলের পরিচালনা পরিষদ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয়ে এক বৈঠকে ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিভাবক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের শাহীন স্কুল বড়চওনা শাখায় গত সোমবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে ৫ মিনিট পরে ৩৫ ছাত্রী ক্লাসে যায়।
দশম শ্রেণির ওই ক্লাসে ৪৮জন ছাত্রী থাকলেও ৩৫ ছাত্রীর হোমওয়ার্ক খাতা জমা দিতে ও বিলম্বে আসার অভিযোগ এনে সহকারি শিক্ষক শাহআলম ছাত্রীদের বেত্রাঘাত করে। এসময় ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের প্রত্যেকের হাতের বাহুতে বেত্রাঘাত করে জখম করে ওই শিক্ষক। এ নিয়ে ছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
বিষয়টি নিয়ে বুধবার দুপুরে স্কুলের পরিচালনা পরিষদ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয়ে এক জরুরি বৈঠকে বসা হয়। ওই বৈঠকে অভিযুক্ত শিক্ষক শাহআলমকে এক মাসের জন্য সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। ছাত্রীদের (অভিভাবক) বাবা মতিউর রহমান, আবু সাঈদ মিয়া, তুলা মিয়া, নজর আলী ও কলিম উদ্দিন জানান, ‘এধরণের ঘটনায় তারাও হতবম্ব হয়েছেন। ছাত্রীদের তিন দিন আগের বেত্রাঘাতের জখম এখনও রয়েছে। তাদের চিকিৎসা করানো হচ্ছে।’ কোনো কোনো অভিভাবক মেয়েদের ওই স্কুলে না পড়ানোরও সিদ্ধান্ত নিয়েছিলেন।
এ ব্যাপারে বেত্রাঘাতপ্রাপ্ত ছাত্রী জাকিয়া সুলতানা রিয়া, শারমিন, মিনা, সুমী আক্তার ও মুক্তামণি জানান, ‘স্যার ক্লাসে ঢোকা মাত্রই আমাদের মারপিট শুরু করে। দুই হাতের বাহুতে চরমভাবে বেত্রাঘাত করায় জখম হয়েছে। বাড়িতে গিয়ে বিষয়টি আমরা আমাদের অভিভাবকদের জানাই।’
এ প্রসঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক জালাল উদ্দিন ও হুমায়ুন কবীর বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে এক মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
বাসাইলসংবাদ/একে