
বাসাইলসংবাদ: রবিবার, ২৫ মার্চ, ২০১৮:

সখীপুর : ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’Ñএ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ মার্চ) সকালে র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. সামিউল ইসলামের সভাপতিত্বে সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনূর আলম, ডা. মো. শামসুল আলম, স্বাস্থ্য পরিদর্শক আবু তালেব মিয়া, সিনিয়র টিএলসিএ সত্যেন্দ্রনাথ সরকার, ডেমিয়েন ফাউন্ডেশনের আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
বাসাইলসংবাদ/একে