
বাসাইল সংবাদ : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে সন্ত্রাসী হামলায় সখীপুর পৌরসভার স্টাফ সুমন শিকদার (২২) গুরুতর আহত হয়েছেন। প্রতিবাদে এলাকাবাসী সখীপুর-ঢাকা সড়কের সখীপুর পৌর এলাকায় দুপুর ১২ টা থেকে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ অবরোধস্থলে এসে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন। এ ঘটনায় সুমন শিকদার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত পৌরসভার ৪ নং ওয়ার্ডের আহাদ বাদশারের ছেলে শফিন আহমেদ (২০) ও একই ওয়ার্ডের আবদুস সামাদের ছেলে মনির হোসেনকে (২২) গ্রেফতার করেছে।
আহত সুমন শিকদার
সুমনের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সখীপুর পৌরসভার স্টাফ সুমন শিকদার মোটরসাইকেল যোগে গড়গোবিন্দপুর বাড়িতে যাওয়ার পথে মোখতার ফোয়ারা চত্ত্বর এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী রড ও চলা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় সন্ত্রাসীরা সুমনের সঙ্গে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেয় বলে তার পরিবারের অভিযোগ।
সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ বলেন, পৌরসভার কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় অভিযুক্ত শাফিন ও মনিরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন