
বাসাইল সংবাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে শুভ (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমাবংকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুভ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সখীপুর পূর্বপাড়া গ্রামের এসডিএস মোড় এলাকার মেকানিক রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করতো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে উপজেলার প্রতিমাবংকী গ্রামের ফুফুর বাড়িতে শুভ তার দাদির সঙ্গে যায়। পরের দিন রবিবার বিকেলে সবার অজান্তে ফুফুর বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শুভকে বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর ওইদিন সন্ধ্যায় পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন