
বাসাইলসংবাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে সমাজসেবামূলক প্রতিষ্ঠান নিউস্টার ক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউস্টার ক্লাবের আয়োজনে উপজেলার নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য, সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম সাইফুল ইসলাম শামীম, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নবাব আলী মাস্টার, এসআই দেলোয়ার হোসেন, বেড়বাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল শিকদার, উপজেলা যুবলীগের সদস্য আবদুর রাজ্জাক, নলুয়া বিট কর্মকর্তা আলাউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক মনিরুজ্জামান খান, ক্লাবের সাবেক সভাপতি বায়েজিদ শিকদার, সাইফুল ইসলাম তাহের, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু প্রমুখ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ রেডিও ও টেলিভিশনের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন, ইউরেকা শিক্ষা পরিবারের ম্যাগাজিন ও স্থানীয় নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
বাসাইলসংবাদ/একে