
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
জার্মান ভক্ত টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর শাপলাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কদ্দুছ মাখন দুই কিলোমিটার লম্বা পতাকা তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে জার্মানি ফুটবলারদের খেলা দেখে আসছেন তিনি। ভালো লাগা থেকেই এক সময় তিনি জার্মানির ভক্ত হয়ে উঠেন। পতাকাটি কুতুবপুর-শাপলাপাড়া সড়কের পাশে টানিয়ে রেখেছেন তিনি। পতাকাটি দেখতে প্রতিদিন বিভিন্ন অঞ্চলের মানুষ ভিড় করছেন ওই এলাকায়।
জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের আওয়ামীলীগে সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কদ্দুছ মাখন সব দলের সমর্থকদের ছাড়িয়ে তার প্রিয় দল জার্মানিকে সবার ওপরে মেলে ধরতে এই উদ্যোগ নেন। গত বিশ্বকাপেও এক কিলোমিটার দীর্ঘ পতাকা প্রদর্শন করেছিলেন জার্মান এই ভক্ত।
আব্দুল কদ্দুছ মাখন বলেন, ‘কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসা থেকেই এই পতাকা তৈরি করেছি। গত বিশ্বকাপেও এক কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছিলাম। আগামীতে আরও বড় জার্মান পতাকা তৈরি করবো।’
এ দিকে একই উপজেলার কালিদাস গ্রামের রিগান, রুবেল, রাসেল, আব্দুর রহিম, শিবলু, হিরু, রাব্বি ও সাজেদুলসহ প্রায় ১৫জন বন্ধু মিলে ব্রাজিলের ২শ’ ফিট পতাকা তৈরি করেছেন।
উল্লেখ্য, জেলার বিভিন্ন এলাকার গাছে ও বাড়ির ছাদে শোভা পাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়াও বিভিন্ন দলের পতাকা ।
বাসাইলসংবাদ/একে