
বাসাইলসংবাদ: রোববার, ১৫ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে জলাশয়ে মুক্তভাবে মাছ ধরার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাবি-পলো মৎস্য শিকারীরা। রোববার ( ১৫ এপ্রিল) দুপুরে উপজেলা সৌখিন চাবি-পলো মৎস্য সমিতির ব্যানারে পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকায় তারা সমাবেশের আয়োজন করে। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের মাঠে উপস্থিত হয়। এসময় মৎস্য শিকারিদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মিঞা, বিল্লাল শিকদার, কাউন্সিলর দেলুয়ার শিকদার ও শহীদ শিকদার বক্তব্য দেন। এছাড়াও মৎস্য শিকারী নজরুল চৌধুরী, আবুল সরকার, তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার মৎস্য শিকারি অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলার সরকারি বিল, বাওড়, নদী, নালা ও খালে চাবি-পলো নিয়ে মাছ ধরতে গেলে তারা প্রভাবশলীদের বাঁধার সম্মুখীন হচ্ছেন। মাছ ধরতে গেলে ওই সব জলাশয়ে দখল নিয়ে স্থানীয় প্রভাবশালীরা তাদের হুমকি-ধামকি দিয়ে তুলে দেন।
তারা বলেন, সরকারি জলাশয়ে মাছ ধরতে সকলের অধিকার আছে; কিন্তু এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা জলাশয়ে বাঁধ দিয়ে দখলে নেয়ার কারণে সাধারণ মৎস্য শিকারীরা বঞ্চিত হচ্ছেন। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বাসাইলসংবাদ/একে