
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩শ’ ৭৩জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে তিন লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, তাহমিনা পারভীন মিনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপপা, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কেবিএম রুহুল আমীন, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রবিন্দ্র কুমার বর্মণ, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র কোচ প্রমুখ।
বৃত্তি প্রদান শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনকে একটি ট্রাকক্টর (হাল চাষের যন্ত্র) প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/একে