নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার কালমেঘা গ্রাম থেকে তিনজন এবং শনিবার সন্ধ্যায় পৌর এলাকা থেকে একজনকে আটক করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কালমেঘা গ্রাম থেকে কামাল হোসেনের ছেলে ফেরদৌস (২২), হুমায়ুন আহমেদের ছেলে রনি (২০), বাবুল মিয়ার ছেলে সবুজকে (২০) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের জামতলা এলাকা থেকে শুকুর মাহমুদের ছেলে শাহনেওয়াজ হোসাইন সবুজ (২৪)কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সখীপুর থানা ওসি আমির হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/২৩ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন