
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮:

সখীপুর : ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশ’ উত্তরণ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার(২২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
শোভাযাত্রাটি সখীপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ বক্তব্য দেন। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
বাসাইলসংবাদ/একে