টাঙ্গাইল- ৮ (বাসাইল-সখীপুর) আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব-৭
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭:
নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসাইল-সখীপুর আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। মনোনয়ন এবং নির্বাচনে বিজয়ী হলে বাসাইল-সখীপুরের সার্বিক উন্নয়ন নিয়ে তার সাথে বাসাইল সংবাদ টুয়েন্টিফোর ডটকমের একান্ত আলাপচারিতা সরাসরি তুলে ধরা হলো। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকারের একটা চিকিৎসা। বর্তমান সরকার রাষ্ট্রের সীমিত সম্পদের মধ্যেও চিকিৎসা ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করছে।
আমি বাসাইল-সখীপুরকে চিকিৎসার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ প্রদানের জন্য বাসাইল-সখীপুরের সরকারী হাসপাতাল যাতে জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয় তার ব্যবস্থা করবো। বাসাইল-সখীপুরকে শতভাগ শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চাই। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় গড়ে তুলব। শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, স্কুল, মাদ্রাসা স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত করব। সখীপুরে ইট পাতলেই রাস্তা হয় অথচ সেই কাঙ্খিত কাজটি খুব একটা করা হয়নি।
আমি সখীপুরে ২০০ কিলোমিটারের উর্ধ্বে পাকা রাস্তা করা সহ বাসাইলকে পানি উন্নয়ন বোর্ড এর বিশেষায়িত প্রকল্পে সম্পূর্ণ বাসাইলকে পাকা রাস্তায় আনার ব্যবস্থা করব। সখীপুরের উপর দিয়ে জাতীয় গ্যাস লাইন চলে গিয়েছে। আমি এই গ্যাস ব্যবহার করার ব্যবস্থা করব, ফলে অত্র এলাকায় প্রচুর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। বাসাইল সখীপুরকে শতভাগ বিদ্যুতায়িত করা হবে।
বাসাইল-সখীপুরকে শতভাগ সন্ত্রাস, মাদক এবং জঙ্গীবাদ মুক্ত করা হবে। সন্ত্রাসীদের আইন এর আওতায় এনে সুষ্ঠ পরিবেশ গড়ে তোলা হবে। শতভাগ রাজনৈতিক সহ অবস্থানের পরিবেশ সৃষ্টি করা হবে। দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে নতুন বাসাইল-সখীপুর গড়ে তুলতে চাই।
আমরা সকলে মিলে একটি সুন্দর বাসাইল-সখীপুর গড়ে তুলতে চাই। টি আর, কাবিখা মুক্ত সন্ত্রাস মুক্ত, বন দখল মুক্ত থানাকে ব্যবহার করে দখল মুক্ত স্বপ্নের বাসাইল-সখীপুর গড়ে তুলতে চাই। আমি স্ব-নিয়োজিত বুয়েট থেকে পাশকৃত বিদ্যুৎ প্রকৌশলী। বর্তমানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা বিদ্যুৎ সাপ্লাই কোম্পানী লিমিটেড এর বোর্ড অব ডিরেক্টরস।
পারিবারিক জীবনে স্ত্রী রুনা লায়লা, গৃহিনী এবং মেয়ে নাহিয়ান নূর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী, ছেলে রাইয়ান মাহমুদ ৩য় শ্রেণিতে লেখাপড়া করে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন